কলকাতার জনপ্রিয় টিভি শো ‘সারে গা মা পা’ থেকেই দারুণ জনপ্রিয় চট্টগ্রামের মাঈনুল আহসান নোবেল। তবে যতটা না আলোচিত হয়েছেন এই গায়ক, তার ছেয়ে বেশি সমালোচিত হয়েছেন তিনি।

ফেসবুক পাতায় কখনও নরেন্দ্র মোদি, জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস ছাড়াও অন্যের সুর ও সংগীত করা গান নিজের নামে চালিয়ে দেয়ার অভিযোগ ওঠে তার উপর।

সবশেষ ‘নগর বাউল’ জেমস, -কে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও পরে বলেছেন তার ফেসবুক পেইজ হ্যাকারদের কবলে পড়েছিল।

সেই সমালোচনা থামতে না থামতে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন নোভেল। যেখানে উল্লেখ করেছেন তার জন্ম তারিখের সঙ্গে মৃত্যুর তারিখও। হিসেব করে দিয়েছেন তিনি কয়দিন আছেন আর।

তার স্ট্যাটাসে লেখা, “মইনুল আহসান নোভেল জন্ম- ৭ নভেম্বর ১৯৯৭ মৃত্যু- ১৮ মে ২০২১ বয়স ২৩ বছর।”

তার এমন স্ট্যাটাসের নিচে ফলোয়ার্সদের মন্তব্য পড়েছে ৪৭ মিনিটে সাড়ে ৭ হাজারের ওপর। যা শেয়ার হয়েছে ১৭৪ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *