কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে ডিভোর্সের পর কলকতায় পাড়ি জমান মডেল ও অভিনেত্রী মিথিলা। এরপর তাহসান নতুন বন্ধনে আবদ্ধ না হলেও মিথিলা এখন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ঘরনি।

বিচ্ছেদের এতোদিন পরও এ দুই তারকাকে নিয়ে মাতামাতির শেষ নেই।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহসানের একটি পোস্ট নিতে মেতেছে নেটিজেনরা। পোস্টটি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। রীতিমতো ঝড় বইছে ফেসবুকে।

বুধবার রাতে তাহসান তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’

 

তাহসান কাকে সারপ্রাইজ দেবেন আর তা কি হতে পারে – এ নিয়ে জল্পনা হতেই পারে। সেটাই স্বাভাবিক।

তাই বলে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টা না পেরুতেই ৬৬ হাজারের বেশি রিয়েক্ট আর ১৩ হাজার কমেন্ট!

স্ট্যাটাসটিকে এতোটা ভাইরালের নেপথ্যে কিন্তু তাহসানের সাবেক স্ত্রী মিথিলাই।

কারণ তাহসানের এই পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেছেন মিথিলাও।

তাহসানের এই পোস্টের পরই মিথিলা তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘রিয়েলি!!? সারপ্রাইজের অপেক্ষায় রইলাম।’

 

মূলত এর পর থেকেই এ দুই তারকার স্ট্যাটাস নিয়ে মেতে ওঠেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে নানাবিধ প্রশ্ন জমা পড়তে থাকে। যা এখনও চলছে।

মিথিলা-সৃজিতের চলমান সুসম্পর্কটাকে সচল রয়েছে কি না সন্দেহও করেছেন অনেকে। দুই তারকার ভক্তদের অনেকে আশায় বুক বেঁধেছেন – আবার বুঝি দু’জনে এক হতে চলেছেন! শনিবারেই সেই ঘোষণা আসবে!

কেউ কেউ জানতে চেয়েছেন, ফের বিয়ে করতে চলেছেন কিনা।

আবার কেউ কেউ শুভকামনা জানিয়ে বলেছেন, নিশ্চয়ই দুর্দান্ত কোনো চমক আসছে।

এদিকে মিথিলার অনুসারীরা তার পোস্টের মন্তব্যে লিখেছেন, তাহলে আপনাদের মধ্যে যোগাযোগ রয়েছে।

নেটিজেনদের এসব প্রশ্নে জবাবে ফিরতি কোনো স্ট্যাটাস দেননি তাহসান- মিথিলা। গণমাধ্যমেও এ বিষয়ে মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *