ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ ও আশপাশের এলাকায় তারাবিহ নামাজের সময় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা করেছে ইসরায়েলি পুলিশ। এতে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

পবিত্র রমজানে মাসে ফিলিস্তিনিরা শুক্রবার যখন আল-আকসা মসজিদে তারাবিহর নামাজ পড়ছিলেন তখন সেখানে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েনের পর সংঘর্ষ শুরু হয়।

বিবিসি জানিয়েছে, আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট ও স্টান গ্রেনেড নিয়ে হামলা করলে সেখানে সংঘর্ষ শুরু হয়।

প্রতিবাদে ফিলিস্তিনিরা পাথর ও বোতল নিক্ষেপ করে। তবে ভয়াবহ ওই হামলার ঘটনায় এখনও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আল-জাজিরা জানিয়েছে, ইসলামের তৃতীয় পবিত্র স্থানে শুক্রবার রাতের সংঘর্ষে অন্তত ২০৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ইসরায়েলি পুলিশের সংখ্যা ১৭ জন। এছাড়া আরও হাজার হাজার ফিলিস্তিনি পুলিশের দাঙ্গার মুখে পড়েছিলেন।

আহতদের চিকিৎসা দিতে দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট সেখানে একটি ফিল্ড হাসপাতাল চালু করেছে।

পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হতে পারে- এই আশঙ্কায় গত কিছুদিন ধরে শহরটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিতায় শুক্রবার জুমাতুল বিদার রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *