২৬ এপ্রিল রাজধানীর গুলশানের অভিজাত একটি ফ্ল্যাটে মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ৬ দিনের মাথায় নিহতের ভাই আশিকুর রহমান হত্যা মামলা নেওয়ার জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন করেন। হত্যা মামলার আসামি হিসেবে চট্টগ্রামের সরকারদলীয় সাংসদ ও হুইপপুত্র সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর পরদিনই তার বড় বোন নুসরাত জাহান বাদি হয়ে গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
নুসরাত জাহান বলেন, আমার ভাই আশিকুর রহমান আসামির দ্বারা প্রভাবিত হয়ে ও খারাপ উদ্দেশে আত্মহত্যায় প্ররোচনার মামলাটিকে ভিন্ন খাতে নিতে শারুনের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলার অভিযোগ এনেছেন। প্রকৃতপক্ষে আশিকুর রহমান কোনো কিছুই জানেন না। আশিকুর রহমানের সঙ্গে অনেক আগে তাদের সম্পর্কের অবনতি হয়েছে।
এদিকে রোববার মুনিয়াকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পৃথক তিনটি মানববন্ধন অনুষ্ঠিত হয় কুমিল্লায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *