বাড়তে শুরু করেছে দেশের তাপমাত্রা। এরই মধ্যে গত ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখল রাজধানীবাসি। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল।

সোমবার আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ১৯৯৫ সালে ঢাকায় সর্বশেষ ৩৯ ডিগ্রিতে উঠেছিল তাপমাত্রা, যা ২৬ বছর পর গতকাল রবিবার ছাড়িয়ে যায়, তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ওই রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। আর ঢাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল ১৯৬০ সালে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে চলমান তাপদাহের মাত্রায় তেমন কোনো পরিবর্তন আসছে না। আরও কয়েকদিন এ অবস্থা থাকার পর আগামী ৩০ এপ্রিলের পর দেশে কালবৈশাখী ঝড় হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *