রবিবার প্রেসিডেন্ট জো বাইডেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর জ্যাক সুলিভান রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, ক্রেমলিন সমালোচক কারাবন্দী অ্যালেক্সেই নাভালনি মারা গেলে তার পরিণাম সুখকর হবেনা এবং নৈতিকতা বিরোধী এসব কাজের জন্য গোটা বিশ্ব সম্প্রদায়ের কাছে রাশিয়াকে দায়ী থাকতে হবে। ইয়ন, আল জাজিরা

এদিকে শনিবার চিকিৎসকরা অনশনের কারণে নাভালনির সম্ভাব্য হৃদরোগের বিষয়ে সতর্ক করেছেন এবং তারা আরও জানান যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন নাভালনি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কারারুদ্ধ ক্রেমলিন সমালোচক অ্যালেক্সই নাভালনি ‘সম্পূর্ণ অন্যায়’ পরিস্থিতিতে রয়েছেন। নাভালনির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শনিবার বাইডেন বলেন, ‘এটি সম্পূর্ণ, সম্পূর্ণই অন্যায়’।

রবিবার নাভালনির বর্তমান দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ব্যাপারে আলোচনার জন্য সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।

কারাগারে পর্যাপ্ত সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে গত ৩১ মার্চ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ করছেন না ৪৪ বছর বয়সী অ্যালেক্সই নাভালনি। রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বদিকে অবস্থিত আই কে-২ সংশোধনমূলক পেনেল কলোনিতে কারাভোগ করছেন এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *