সংযুক্ত আরব আমিরাতের কাছে দুই হাজার তিনশ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই বিপুল অংকের অস্ত্র চালানের মধ্যে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান এবং আর্মড ড্রোন থাকবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা ও পরামর্শ করছে। এসব অস্ত্র আমিরাত সরকার কোথায় ব্যবহার করবে তা জানার চেষ্টা করছে ওয়াশিংটন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ সময়ে আমিরাতের সঙ্গে চুক্তিটি সই হয় তবে বাইডেন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর তা পর্যালোচনার জন্য স্থগিত করে। এর আগে নভেম্বর মাসে হোয়াইট হাউজ মার্কিন কংগ্রেসকে এই চুক্তির কথা জানায়। চুক্তিটি কার্যকর হলে আরব আমিরাত ৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান ও ১৮টি এমকিউ-৯বি ড্রোন পাবে। এ ছাড়া, আকাশ থেকে আকাশে ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র থাকবে।
ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি চুক্তি সই করার পরপরই তৎকালীন ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে এসব অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়।
সূত্র: পার্সটুডে