অবশেষে নাইন ইলেভেনের ঘটনার ২০ বছর পূর্তির দিন আগামী ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি, এনবিসি
বুধবার হোয়াইট হাউসের ট্রিটি কক্ষ থেকে ঐতিহাসিক ঐ ঘোষণায় বাইডেন বলেন, আমেরিকার ইতিহাসে দীর্ঘসময় ধরে চলা যুদ্ধের ইতি টানার সময় এখন। তিনি আরও বলেন, আফগানিস্তানে সেনা মোতায়েন চালু রাখার আর কোন কারন নেই, দেশটি পুনঃনির্মানে আফগান জনগনদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ দেয়া উচিৎ। সিএনএন
বাইডেন আরও বলেন, আমরা নতুন করে আর কোন সৈন্য মোতায়েন কিংবা সেখানে থাকা সৈন্যদের অবস্থানের মেয়াদ বাড়ানোর আর কোন পরিকল্পনা নেই এবং আমরা প্রত্যাশা করি, নির্দিষ্ট সময়ের আগেই গোটা আফগানিস্তানে সেনা প্রত্যাহারের আদর্শ পরিবেশ তৈরী হবে।
প্রায় দুই দশক আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একই জায়গা থেকে আফগানিস্তানে বিমান হামলার ঘোষণা দিয়েছিলেন।
ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি শর্ত সাপেক্ষ নয় বরং আমেরিকা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সেনা সরিয়ে নিতে এবং এসব সেনা অন্য সন্ত্রাসবাদী কোন দেশ থেকে হুমকি মোকাবেলায় প্রস্তুত রাখা হবে। বুধবার ঘোষণার পর বাইডেন তার ভেরিফাইড পেজে দেয়া এক ফেসবুক বার্তায় লিখেন, এখন সময় সেনাদের আফগানিস্তান থেকে বাড়ী ফেরার।