সংবাদদাতা :
স্বেচ্ছাসেবী সংগঠন শিশু কিশোর আসরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় দাগনভূঞার উত্তর চন্ডিপুরে দুস্থ ও অসহায় ১৩০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
শিশু কিশোর আসরের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী সদস্য ও দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আহবায়ক আবদুল্যাহ আল মারুফ।
শিশু কিশোর আসর ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদেরকে নিয়োজিত করে আসছে। শেষে একজন দুস্থকে রিক্সা উপহার ও চিকিৎসার জন্য নগদ ৬৩০০০ টাকা প্রদান করা হয়।