কুড়িগ্রামের ফুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে আহত মিলন মিয়াকে বিএসএফের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আরটিভি
রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় অনন্তপুর সীমান্তের ৯৪৬-এর ৩ এস পিলারের পাশ দিয়ে মিলনকে বিএসএফের কাছে ফেরত দেয়া হয়। এর আগে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলিবিদ্ধ হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন মিলন।
আহত মিলন ভারতের কুচবিহারের চৌধুরীহাটের আলম মিয়ার ছেলে।
জানা গেছে, আহত মিলনকে হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিজির কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইকবাল হোসেন, অনন্তপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার ও ভারতীয় ১৯২ ব্যাটালিয়নের এসি নিতিশ কুমার প্রমুখ।
এই বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (১০ এপ্রিল) রাতে অনন্তপুর সীমান্তে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মিলন। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।