মেডিকেলে চান্স পেয়েছে দাগনভূঞার রিফাত
সংবাদদাতা :
এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মনিরুল আজাদ রিফাত মেধা তালিকায় স্থান লাভ করে ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দিত।
রিফাত ২০২০ সালে ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি তে জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া সে ২০১৮ সালে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, একই স্কুল থেকে জেএসসি তে জিপিএ-৫ ও দক্ষিণ পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ অর্জন সহ সরকারি বৃত্তি লাভ করেছে।
সে দাগনভূঁঞা উপজেলার ৪ নং রামনগর ইউনিয়নের পশ্চিম রামনগর আনিছ মিয়াজী বাড়ীর মাস্টার আবুল কালাম আজাদ এর ছোট ছেলে । তার বাবা দক্ষিণ পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক । সে সকলের কাছে দোয়া প্রার্থী ।