মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রামের মতো জনপ্রিয় স্যোশাল মিডিয়াকে চ্যালেঞ্জ করে নিজের একটি স্বয়ংসম্পূর্ণ নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে ফেলেছেন। আগামী কয়েক মাসের মধ্যেই তা প্রকাশ্যে আসতে চলেছে। খবর সিএনএন এর।

ট্রাম্পের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, এই ওয়েব সাইটের মাধ্যমেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, নির্বাচনে হেরে যখন ট্রাম্পের বিদায় ঘণ্টা বেজে যায় তখন টুইটার ব্যবহার করে উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর টুইটার, ফেসবুক, ইউটিউব-সহ অনেক ওয়েবসাইটেই ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এরপরই নতুন স্যোশাল মিডিয়ার ইঙ্গিত দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *