কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশকে যুক্তরাষ্ট্রের ‘পোষা কুকুরে’ পরিণত করেছেন। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে নিযুক্ত চীনা কনস্যুল জেনারেল এই মন্তব্য করেছেন।

উইঘুর ইস্যুতে গত সপ্তাহে চীনের বেশ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা। পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার যুক্তরাষ্ট্রের দুই নাগরিক, কানাডার একজন পার্লামেন্ট সদস্য এবং মানবাধিকার বিষয়ক কানাডার একটি পার্লামেন্টারি কমিটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনের নিষেধাজ্ঞার পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বেইজিংয়ের পদক্ষেপকে স্বচ্ছতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা বলে অভিহিত করেছেন।

এর পরিপ্রেক্ষিতে চীনা কনস্যুল জেনারেল লি ইয়াং কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইটারে লিখেছেন, ‘বালক, তোমার মহা অর্জন হচ্ছে চীনা ও কানাডার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধ্বংস করে দেওয়া এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুরে পরিণত করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *