নিজের স্টাইলে পরিবর্তন আনাটা যেন নায়ক-নায়িকাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। হয়তো এমন রীতি মেনেই ভ্রু কেটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
মঙ্গলবার নতুন এ লুকের বেশকিছু ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করেন তিনি। ‘আয় হায় করসি কি আমি! কেমন লাগে?’ ক্যাপশনে পাঁচটি ছবি আপলোড করেন মাহি।
ভ্রু’র এক কোণায় স্টাইল করে কাঁটা দেখে অনেক ভক্ত-অনুরাগী ভাবছেন নানান ভাবনা। মন্তব্যের ঘরে লিখছেন অনেকেই। দুই ঘণ্টা আগে আপলোড করা এ পোস্টে ১৮ হাজারেরও অধিক রিয়াক্ট পড়েছে।
ঢাকাই চলচ্চিত্রে এন্ট্রি করেই দৃষ্টি কেড়েছিলেন মাহি। পুরো নাম শারমিন আকতার নিপা। ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা : দ্য লিডার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।