আজকের সময় রিপোর্ট :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর খাজা আহমদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুক্তিযোদ্ধা সুজাত আলী ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন। ইউপি সদস্য ফোরকান ভেন্ডরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ রব, মুক্তিযোদ্ধা সুজাত আলী ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ বেলাল বাবর, মাষ্টার জাফর আহমেদ, কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান, ফেনী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম শরীফ ভূঞা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব জেকব, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল হোসেন বাচ্চু, মাষ্টার রমজান আলী, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সদস্য আতাউর রহমান, জুলফিকার আলম, বেলাল হোসেন, নুর আহম্মদ, মাষ্টার হুমায়ুন কবির, ফখরুল ইসলাম, ছালাউল আকবর প্রমুখ।
প্রতিযোগিতায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *