নরসিংদীতে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশ সদস্যদের কলা খাইয়েছেন হরতালকারী। ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ভাইরাল হয়েছে কলা দেয়ার দৃশ্য। একই সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঘোড়ায় চড়ে সড়ক অবরোধের দৃশ্যও ভাইরাল হয়েছে।

সকালে নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে কয়েকশ’ হেফাজত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেয়। তারা সড়কের উপর বসে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করে হেফাজত কর্মীরা।

এরই একপর্যায়ে হেফাজতে ইসলামী কর্মীরা আইনশৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কলা এগিয়ে দেন। দৃশ্যটি ক্যামেরা বন্দি হয়ে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেফাজত কর্মীদের সঙ্গে কথা বলার পর দুপুর ১২টার দিকে সড়ক থেকে অবরোধ উঠিয়ে নেয় তারা।

সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ সদস্যদের কলা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি নিজ চোখে দেখিনি। তবে কেউ যদি এগিয়ে কলা দেয় বা নেয় এটি তো তেমন বড় কোনো বিষয় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *