মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৪ মার্চ) আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা এবং কঠোর বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। রয়টার্স

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন প্রাণ হারানোর ঘটনার পরপর দেশটির প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।

বাইডেন বলেন, ভবিষ্যতে সাধারণ জনগনের জীবন রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের এখনই সময়, এব্যাপারে আমি আর এক মিনিটও সময়ক্ষেপণ করতে রাজী নই।

বাইডেন আরো বলেন, ‘আমরা খুব তারাতারি আগেয়াস্ত্রের ব্যবহার নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। কারন কলোরাডোয় হামলার ঘটনা কোন নির্দিষ্ট দলের পক্ষপাতমূলক বিষয় নয় এবং হওয়া উচিতও নয়, আমেরিকার মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে শীঘ্রই আইন হতে পারে’।

‘নিষিদ্ধের তালিকায় আবারও থাকতে পারে আক্রমণকারী অস্ত্র এবং উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন’ আভাস দিয়েছেন বাইডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *