কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ আগুনে কমপক্ষে ১০ জন মারা গেছে বলে স্থানীয় সূত্র বলছে। এর মধ্যে ২ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

বিকেল প্রায় তিনটা থেকে রাত প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে কয়েকটি ব্লকের প্রায় ছয় হাজারের মত রোহিঙ্গা ঝুপড়ি ঘর। পুড়ে গেছে ক্যাম্প অভ্যন্তরের অনেক মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট।এ ঘটনায় প্রায় অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা নারী পুরুষ হারিয়েছে তাদের মাথাগুজার ঠাই বসত ঘর।

২২ মার্চ সোমবার রাত ১২ টা এই রিপোর্ট লেখাখালীন সময়ে তারা সংশ্লিষ্ট ক্যাম্প এলাকায় দিকবিদিক পালিয়ে মানবেতর জীবনযাপন করছিল।কেউ সর্বস্ব হারিয়ে অনেকটা দেওলিয়ার মত হাউ মাউ করে কাঁদছে।

স্থানীয় প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী,পুলিশ, দমকল বাহিনী সহ আশপাশের লোকজন প্রানপন চেষ্টা করে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা পল্লীতে হাহাকার অবস্থা বিরাজ করছে। চরম দুর্ভোগে রয়েছেন ভস্মীভূত হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধ ও শিশু।পরনের এক কাপড়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *