ভিডিওটি প্রকাশিত করেছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে এই গুণী নির্মাতা করোনায় আক্রান্ত হয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি আছেন।
ভিডিওবার্তায় কাজী হায়াৎ বলেন, ‘আমি এই মুহূর্তে আইসিইউতে; এখন ভালো আছি। আমার জন্য দোয়া করবেন সবাই। হয়তো এই যাত্রায় বেঁচে যেতেও পারি। আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’
ভিডিওতে বেশ দুর্বল দেখা যায় এই নির্মাতাকে। এসময় নাকে ছিল অক্সিজেন সিলিন্ডারের পাইপ।
গত ১৫ মার্চ থেকে ৭৪ বছর বয়সী এই নির্মাতা হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তার স্ত্রী রোমিসা হায়াৎও রয়েছেন। কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হলে ২১ মার্চ বিকালে তাকে আইসিইউ নেওয়া হয়।
গতকাল (২২ মার্চ) তার পুত্র মারুফ বলেছিলেন, ‘আব্বার শরীরের অবস্থা খুব বেশি ভালো না। তার ফুসফুস ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
উল্লেখ্য, গত ৮ মার্চ কাজী হায়াৎ সস্ত্রীক করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর বাসাতেই ছিলেন তারা। তবে অসুস্থতা বাড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।