সংবাদদাতা : ফেনী সদর হাসপাতাল মোড়স্থ সুলতানপুর মীর বাড়ি আঙিনায় মীনা ফ্যাশনের উদ্বোধন শুক্রবার বিকেলে ঝমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।
ফেনী পৌরসভার কাউন্সিলর আবুল কালাম, নারী উদ্যোক্তা আফরোজা আমিন, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, ব্যবসায়ী আবু বক্কর মজুমদার, ফেনী কালি বাড়ির সভাপতি রাখাল চন্দ্র দাস, সানরাইজ ফাউন্ডেশন সদস্য নজরুল ইসলাম সোহাগ, গ্যাস ঠিকাদার মীর মুরাদ, পরিচালক সামছুন্নাহার, ফাতেমা আক্তার, নুরজাহান চম্পা, আঞ্জুমান আরা প্রমুখ।
শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য নয় নারীদের অগ্রযাত্রায় অবদান রাখতে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে মীনা ফ্যাশনের পরিচালক জানান।