ফেনী প্রতিনিধি, আজকের সময় :
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফেনীতে অনলাইন ভিত্তিক গ্রুপ আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান এর আয়োজনে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে জেলা পরিষদের ড: সেলিম আল দীন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা ডা: আবু তাহের পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমির অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।
সাংবাদিক এম শরীফ ভূঁঞা ও মিতু আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য নিলুফা করিম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মোর্শেদ হোসেন, দৈনিক স্টার লাইনের সহযোগি সম্পাদক জসিম মাহমুদ, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, ইউনাইটেড ট্রাষ্টের ফেনী জেলার কো-অডিনেটর ফয়সাল ভূঁঞা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ফেনী শাখার ব্যবস্থাপক মহিম উদ্দিন পৃথিবী, দাগনভূঁঞা পৌরসভার সাবেক কাউন্সিলর আহমেদ জুয়েল, উপদেষ্টা গোলাম রাব্বানী, সমন্বয়ক মিনহাজ উদ্দিন আহমেদ, বৃহত্তর কুমিল্লা ব্লাড ডোনেট এসোসিয়েশনের সভাপতি রুবেল রানা, সীতাকুণ্ড ব্লাড ডোনেট এসোসিয়েশন সভাপতি ফজল করিম প্রমুখ।
এতে ভার্চুয়াল মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল আলম আজাদ।
অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।
সাংস্কৃতী সমন্বয়ক মিঠু খাঁন, অর্ণা, স্বর্ণা, রুদ্র, শিল্পীদের পারিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।