সাগরতলের জীবন রক্ষায় ‘ফিউচারস গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ নামে ভারত মহাসাগরে পানির নিচে জলবায়ু ধর্মঘট পালন করছে সমুদ্র ও পরিবেশ বিজ্ঞানীসহ একদল পরিবেশকর্মী।
পরিবেশকর্মীরা ভারতীয় মহাসাগরের সায়া দে মালহা ব্যাংকে নেমে ধর্মঘট পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন। সায়া দে মালহা ব্যাঙ্ক বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রতলের গাছগাছালি ও তৃণভূমির আবাসস্থল।
সমুদ্রবিজ্ঞানী ও পরিবেশকর্মী শামা সান্দুয়া জানিয়েছেন, সাগর তলের তৃণভূমির বাস্তুতন্ত্রের গুরুত্ব ও সচেতনতা তৈরির লক্ষ্যেই সমুদ্রতলে ব্যতিক্রমী ধর্মঘট পালন করেছেন তারা। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতিকর কার্বন-ডাই অক্সাইড শোষণে বিশেষ ভূমিকা রাখে এ সি-গ্রাস বা সাগরের নিচের তৃণভূমি।
তিনি জানান, নানা কারণে প্রতি বছর সাগরের ৭ শতাংশ তৃণভূমি হারিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পরিবেশে মারাত্মক বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে।
অভিনব এ ধর্মঘট ও প্রচারণার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০ শতাংশ ভূমি ও সমুদ্র রক্ষায় জাতিসংঘ নির্ধারিত লক্ষ্যমাত্রার বিষয়টিও স্মরণ করিয়ে দেন আন্দোলনকারীরা। খবর ইউরোনিউজ