নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে টসভাগ্য পাশে পেলেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
ফলে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামতে হবে তামিম ইকবাল, লিটন দাসদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এ নিয়ে ২১তম বার টস হারল বাংলাদেশ।
টসে হেরে যাওয়া আগের ২০ ম্যাচে বাংলাদেশ দল জয়ের দেখা পেয়েছে মাত্র ৩টিতে। এবার চতুর্থ জয়ের খোজেই থাকবে টাইগাররা। এ ম্যাচে অভিষেক করানো হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে।