এবার শিক্ষা প্রতিষ্ঠানের দখল নিলো মিয়ানমারের সামরিক জান্তা সরকার। এ ঘটনায় শিশুদের মারাত্মক অধিকার লঙ্গন হয়েছে বলে বিবৃতি দিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, এর মধ্য দিয়ে দেশটির এক কোটি ২০ লাখ শিশু সংকটের মধ্যে রয়েছে।

এদিকে শুক্রবার (১৯ মার্চ) দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার পর্যন্ত ১৩টি রাজ্যের ৬০টির বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করেছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে সেভ দ্য চিলড্রেন বলেছে, এসব ঘটনা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করবে। যেকোনো পরিস্থিতিতেই নিরাপত্তা বাহিনীর স্কুল ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছে সংস্থাটি।

উল্লেখ্য, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে দেশটির সাধারণ নাগরিকরা সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন। দিন দিন মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *