করোনাভাইরাসের টিকা নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। প্রথম ডোজ নিলেন তিনি। আগামী মে মাসে দ্বিতীয় ডোজ নেবেন। আর সবার মতো সোমবার নিজের ফেসবুক ওয়ালে করোনার টিকা নেওয়ার ছবি তিনিও প্রকাশ করেছেন।

ছবি পোস্ট করে নিপুণ জানালেন, কয়েক দিন আগে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন তিনি। এ সময় তার মা সঙ্গে ছিলেন। তিনিও টিকা নেন।

টিকা নেওয়ার পর এক গণমাধ্যমকে নিপুণ বলেন, ‘কয়েক দিন আগেই মাসহ টিকা নিয়েছি। একটু দেরি করে ফেসবুকে ছবি প্রকাশ করেছি। হাসপাতালে কোনো ভিড় ছিল না চমৎকার পরিবেশ। শৃঙ্খলা মেনে লাইন ধরে টিকা নিয়েছেন সবাই।’
নরসিংদীতে পাইকারী বাজারগুলোতে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ ≣ [১] মুক্তিযুদ্ধের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক তৈরি হয়েছে: নৌ প্রতিমন্ত্রী ≣ [১] রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও টটেনহ্যাম

এ চিত্রনায়িকা আরও বলেন, ‘টিকা নেওয়ার সময় একটুও ভয় লাগেনি। আসলে টেরই পাইনি যে, কখন টিকা দিল। একটুও ব্যথা পাইনি।

টিকা নেওয়ার পর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূব করেননি বলে জানান নিপুণ। বলেন, শুনেছি টিকা নেওয়ার পর অনেকেরই শরীরব্যথা, জ্বর হয়েছে। কিন্ত আমি বা মায়ের এখন পর্যন্ত কিছুই হয়নি।’

সম্প্রতি সাইদুল রানার ‘বীরত্ব’ নামের এই ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নিপুণ। এছাড়া নিজের একটি পারলার ব্যবসাতে সময় দিচ্ছেন। ভালো গল্প পেলে নিয়মিত সিনেমাতে কাজ করবেন বলে জানান এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *