শেষের কবিতা
কলমে-রোকসানা ইয়াছমীন
আসা যাওয়ার মৃত্তিকার বিশ্বলয়ের
জীবন সমুদ্রের বিস্তীর্ণ তটে,
হর্ষ বিষাদের বিচিত্র খেলা ঘরের
কত বর্ণিলতা এই চিত্রপটে!
আশা বিধৌত হয়ে জীবনের রন্ধ্রে
সজ্জিত নানা গল্পের সমারোহে,
কাল গুলি আসে ছন্দে, ছন্দে
মানুষ থাকে সেই গল্পের মোহে।
জীবন বৃক্ষের কিশলয়ে নানা সাজে
হঠাৎ যেনো ছন্দের পতন,
শুকনো পত্রাদির মতো,জীবন সমাপনে
চেয়ে থাকে নিথর বদন।
যবনিকা ঘটে জীবন শেষে কবিতার
পাণ্ডুলিপির সজ্জিত পঙতির,
ধুসর কালের গহবরে নিজেকে সঁপে
মুছে দেয় আপন রঙটির।
ক্ষণিকালয়ে কহে কথা চুপিচুপি
তার অজস্র কর্মের মাঝে,
প্রজন্ম পর প্রজন্মে নানা কথকতায়
বেঁচে থাকে অনন্ত সাজে।