চলচ্চিত্র অভিনয়শিল্পী ও মডেল রোমানা ইসলামের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় প্রতারণার মামলা করেছেন সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান। বৃহস্পতিবার করা এ মামলায় রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, রোমানা ইসলাম স্বর্ণার সঙ্গে সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের ২০১৮ সালে প্রথমে ফেসবুকে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূত্র ধরে রোমানা কামরুল হাসানের কাছ থেকে গাড়ি কেনার জন্য টাকা নেন। কামরুল দেশে ফিরে আসার পর ২০২০ সালে ফাঁদ পেতে রোমানা তাঁকে বিয়েও করেন। তাঁর কাছ থেকে ফ্ল্যাট কেনার টাকাও নেন। পরে চাপ দিয়ে কামরুল হাসানের কাছ থেকে তালাক নেন। এরপর কামরুল আবার সৌদি আরবে চলে যান। সম্প্রতি কামরুল দেশে ফিরে তাঁর টাকায় কেনা গাড়ি ও ফ্ল্যাট ফেরত চান। এতে রোমানা তাঁর সহযোগীদের নিয়ে কামরুলকে হত্যার হুমকি দেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রোমানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় প্রতারণার মামলা করেন কামরুল। মামলায় রোমানার মা ও ভাইকেও আসামি করা হয়। পুলিশ লালমাটিয়ায় তাঁদের বাসায় অভিযান চালিয়ে রোমানা, তাঁর মা ও ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *