বিএনপির সমাবেশে যায়নি কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। বুধবার ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে দলটির সমাবেশে যায়নি তারা।
এই সমাবেশে না যাওয়ার কারণ চাপালেন সংগঠনটির সভাপতিও সাধারণ সম্পাদকের ঘাড়েই চাপালেন একাধিক কেন্দ্রীয় সহ-সভাপতি। তারা বলেন, সমাবেশে যাওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোনে জানানো হয়েছিলো। তারা বললেন, এ বিষয়ে তাদের জানানো হয়নি।
তবে সমাবেশের দিন গুলশান কার্যালয়ে আরেকটি প্রোগ্রাম থাকায় যেতে পারেননি বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।
মহানগর বিএনপির এক নেতা জানান, তালতলা মার্কেটের সামনে বিএনপির সমাবেশ ছিলো পূর্বনির্ধারিত। এ সমাবেশে না গিয়ে কাজটি ঠিক করেনি ছাত্রদলের নেতারা।
সূত্র জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে সমাবেশের বিষয়ে কেন্দ্রীয় বিএনপি বা মহানগরের কোন নেতা জানাননি বলে তারা সমাবেশে যোগ দেননি। বিষয়টি নিয়ে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। – ডেইলি-বাংলাদেশ ডটকম