ফেনী প্রতিনিধি:

মাটি দস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর দৈনিক দেশরুপান্তর ও বার্তা সংস্থা ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি সফি উল্যাহ রিপনকে অশ্লীল ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেন জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের লাল খান বাড়ীর সুলতান আহমদের ছেলে নাফিজ উদ্দিন । রোববার(০৭মার্চ)সোনাগাজী প্রেসক্লাব কার্যালয়ের সামনে সাংবাদিক শফি উল্যাহ রিপনকে এ হুমকি প্রদান করে সে।

এঘটনায় একইদিন রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক শফি উল্যাহ রিপন। জিডি নং-৩২৬। জানা যায়,দৈনিক দেশরুপান্তর পত্রিকায় ‘ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে গত ০১ মার্চ একটি সংবাদ প্রকাশিত হয়।ওই সংবাদের জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় সোনাগাজীর চিহ্নিত মাটি দস্যু নাফিজ উদ্দিন সাংবাদিক সফি উল্যাহ রিপনকে সামনে পেয়ে অশ্লীল ভাষায় গাল মন্দ করে মারধর করার জন্য উত্তেজিত হয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। বিষয়টি সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের অবগত করে রবিবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরির আবেদন করেন ওই সাংবাদিক।

পরে তিনি এ প্রতিবেদককে বলেন, নাফিজ উদ্দিন পানি উন্নয়ন বোর্ডের ইজারাকৃত জমি থেকে মাটি বিক্রি করার ভিডিও, ছবিসহ তথ্য সংগ্রহ করলে ও এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীর বক্তব্য নিলে তিনি তদন্ত পূবক ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এতে নাফিস উদ্দিন আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান,সাংবাদিক সফি উল্যাহ রিপন একটি সাধারণ ডায়েরি (জিডি)দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *