গাজী মোহাম্মদ হানিফ :-

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের কে এম রুবেল (দৈনিক আলোকিত দেশ পত্রিকার সম্পাদক) কে প্রকাশ্যে ৭ই মার্চ রাতের আধাঁরে কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসী পথরোধ করে আক্রমন করে। সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালাগাল করে ও হুমকি দিয়ে বলে তুই আমাদের বিরুদ্ধে কোন নিউজ করতে পারবিনা এবং এলাকায় থাকতে পারবিনা, এলাকায় থাকলে তোকে জানে মেরে ফেলবো।

কে এম রুবেল জানান- অজ্ঞাত কিশোর গ্যাংয়ের সদস্যরা খুবই উশৃঙ্খল ও নেশাগস্ত ছিলো৷ ওরা সবসময় আমজাদহাট ইউনিয়ন গজারিয়া ও কিলাদিঘী বাজারের মধ্যখানে ব্রীজের উপর অবস্থান করে নিয়মিত পথচারীদের হয়রানি করে থাকে বলে অভিযোগ রয়েছে৷

উক্ত বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যামন্য ব্যক্তিগণ অবগত রয়েছেন৷ অজ্ঞাত এই কিশোর গ্যাং প্রশাসনিক ব্যবস্থা নিতে সাংবাদিক কেএম রুবেল ৮ই মার্চ সরাসরি ফুলগাজী থানায় উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করেন৷

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুবউদ্দিন জানান- অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *