অবশেষে গণভোটের মাধ্যমে সুইজারল্যান্ডে জনসম্মুখে বোরকা এবং নিকাব পরিধান নিষিদ্ধ করা হলো।
রবিবার অনুষ্ঠিত গনভোটের সরকারী ফলাফল অনুযায়ী দেশটিতে ৫১.২ শতাংশ মানুষ মনে করে বোরকা জনসম্মুখে নিষিদ্ধ হওয়া প্রয়োজন অপরপক্ষে বোরকার পক্ষে ভোট দিয়েছেন ৪৮.৮ শতাংশ।
প্রথমেই দেশটিতে বোরকা নিষিদ্ধের প্রস্তাবটি “চরমপন্থা বন্ধ করুন” নামে স্লোগানের মাধ্যমে সামনে নিয়ে আসে ডানপন্থী সুইস পিপলস পার্টি (এসভিপি) । এরপরেই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা ছাপিয়ে শেষ পর্যন্ত বিষয়টি সমাধানে রোববার গণভোটের আয়োজন করে দেশটির সরকার।
এদিকে দেশটির শীর্ষস্থানীয় সুইস ইসলামিক গ্রুপের বিবৃতিতে বলা হযেছে, এটি মুসলমানদের জন্য “একটি কালো দিন”, কোনভাবেই ব্যাক্তিস্বার্থ বিরোধী এধরনের ইসলাম বিদ্বেষমূলক সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।
তারা আরো বলেন,এই সিদ্ধান্তের মাধ্যমে সুইজারল্যান্ডে আইনি বৈষম্যের নীতি সুস্পষ্টভাবে প্রমাণিত হলো পাশাপাশি মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সুইচ সরকারের উদাসিনতারও প্রমাণ মিললো ,”
দেশটির সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমের পক্ষ থেকে বলা হয়েছে, বোরকা এবং নিকাব নিষিদ্ধের ব্যাপারে তারা উচ্চ আদালতে চ্যালেন্জ জানাবে।