সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবির পোজ দিয়ে ভাইরাল হওয়া বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পাঠানো এক চিঠিতে আগামী ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদেরকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বগুড়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু রোববার সন্ধ্যায়  বলেন, ‘আমি দুদকের চিঠি পেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *