এবার নাসির-তামিমাকে নিয়ে মুখ খুললেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। তাদের বিয়ে নিয়ে সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন তিনি।
মিষ্টি জান্নাত লেখেন, সাকিব-নাসিরদের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া করাতে কি আনন্দ আছে; তা খুঁজে পাচ্ছি না। পৃথিবীর আর কোন দেশে এমন আছে কিনা জানি না, যারা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে এত সময় ব্যয় করে ও মজা পায়।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে যত সময় ব্যয় করেন, এর অর্ধেক সময় নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি এবং এই জাতি দুই-ই অনেক দূর এগিয়ে যাবে। কেউ খারাপ কিছু করলে ঐটার জন্য কোর্ট-কাছারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। বিচার-আচার আপনি-আমি না করলেও চলবে।
প্রসঙ্গত, এক সময় এই মিষ্টি জান্নাত নিজেও এক ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন। এই কারণে ক্রিকেটারদের প্রতি সবসময় পজিটিভ তিনি।
মিষ্টি জান্নাতের আসল নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি। তবে চলচ্চিত্রে সবাই তাকে মিষ্টি জান্নাত নামে চেনেন। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক হয়, এবং এর জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।