আজকের সময় প্রতিবেদক :
তামান্না সুলতানা। ফেনীর মেয়ে। লেখাপড়া ফেনী সরকারী জিয়া মহিলা কলেজ থেকে মাস্টার্স।
পেশায়,একজন শিক্ষক হয়েও কোভিড ১৯ এর কারনে স্কুল-কলেজ যখন সব বন্ধ হয়ে গিয়েছিলো, তখন ভাবলেন কিছু একটা করা দরকার। অনেক ভেবেচিন্তে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলেন। অনলাইনে হোমমেড ফুড নিয়ে শুরু করা যায় কিনা পরামর্শ নিলেন অভিজ্ঞদের থেকে। যেই ভাবা সেই কাজ, অনলাইন বিজনেস শুরু । ১৫০০ টাকা দিয়ে শুরু ব্যবসা, বর্তমানে মাসে ২ লাখ টাকার বেশি অর্ডার পাচ্ছেন।
তিনি জানান, প্রথমে হোম মেইড গরম মসলা টা নিয়ে শুরু করলাম।আর তখন সময়টা কুরবানী ঈদের আগের সময়। ১ কেজি গরম মসলা দিয়ে স্টার্ট করলাম।আলহামদুলিল্লাহ। ভালো সাড়া পেয়েছিলাম। ১ মাসে ৩ কেজি গরম মসলা সেল করেছিলাম। চমৎকার সব রিভিউস পেয়েছিলাম। তারপর,আস্তে আস্তে সমস্ত ফুড আইটেম গুলো এড করলাম। অনলাইনে আমার আকর্ষনীয় আইটেম হলো আচার। অনেকে আমাকে আচার আপু বলেও ডাকে।
আমার পরিবার থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি। আসলে পরিবার থেকে সাপোর্ট না পেলে কোনো কিছু আমরা নারীরা করতে পারি না। টি’স ফুডে খাবার অর্ডার করতে যোগাযোগ করুন- ০১৮৯০৪৬১৮৭৬।
নতুন যারা উদ্যোক্তা বিশেষ করে হোম মেইড ফুড নিয়ে কাজ করতে চান তাদের জন্য পরামর্শ জানতে চাইলে তিনি জানান, ঢালাওভাবে কাউকে কপি করবেন না! বেশি বেশি স্টাডি করুন, নিজের সৃজনশীলতা ফুটিয়ে তুলুন। অন্যকে কপি করে আপনি বেশিদূর এগোতে পারবেন না। যেটা বেটার পারেন সেটা নিয়ে কাজ করুন। অযথা নিজের খারাপ কিছু দিয়ে ভালো কাজের খারাপ করবেন না।
নিজের ক্রিয়েটিভিটি দিয়ে প্রমান করুন আপনি একজন উদ্যোক্তা, উদ্যোক্তা হওয়া এবং বিজনেস করা একই কথা নয়। আমার সফলতার উৎস হলো আমার প্রচেষ্টা,খাবারের গুণগত মান, সততা,আন্তরিকতা ও বেটার কাস্টমার সার্ভিস। এগুলোকে পুঁজি করে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যেতে চাই!
তিনি আরো জানান, এ পর্যন্ত ফেনী শহরে অনুষ্ঠিত বেশ কয়েকটা ফেস্টিভ্যালে আমার পেইজ থেকে স্টলে অংশগ্রহণ করেছিলাম। আমার অনলাইনের অনেক কাস্টমার আমার সাথে দেখা করতে স্টলে এসেছিলো। এ বিষয়টা আমাকে খুবই সন্তুষ্ট করেছে।
ওনার অফ→ ‘s Food