করোনায় যুক্তরাষ্ট্রের প্রাণহানির সংখ্যা ৫ লাখের কাছাকাছি। প্রতিটি মানুষের জন্য একটি ডট, আর এই ডট দিয়েই ২১ ফেব্রুয়ারির পত্রিকার প্রথম পাতার প্রায় অর্ধেক জুড়ে একটি কলাম করা হয়েছে। প্রধান খবরই ছিলো এক বছরে করোনায় মৃতের সংখ্যা নিয়ে।

পত্রিকার কাভার পেজ তাদের ফেসবুক পেজে শেয়ার হওয়ার পর বাংলাদেশ সময় রাত তিনটা পর্য ন্ত ৭৭ হাজার রি-অ্যাকশন পেয়েছে। কমেন্ট ৬ হাজার একশ আর শেয়ার ২৫ হাজার।

কমেন্টে Billie Zahurak নামের এক নারী লিখেছেন, My husband is one of those dots. The blackest time…December 27th. The blackest day of my life. I will never survive this pain and grief. I never imagined something could hurt this much. Please, do the right things. Be safe. Stay vigilant. I wouldn’t wish the pain I saw my husband suffer…or the pain I’m living through…on anyone. Not anyone.

এমন অনেক ব্যথাতুর কথায় পাঠকের চোখে জল এনেছেন স্বজনহারা মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *