বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, সোমবার রাত ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে টিকাগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
ভ্যাকসিন কম আসার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রথম চালানে আসা ভ্যাকসিনগুলো মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যবহার নিশ্চিত করতে এই কমবেশি হচ্ছে। মার্চ-পরবর্তী টিকার মেয়াদ দীর্ঘদিন পর্যন্ত থাকবে বলে জানা গেছে।
বেক্সিমকোর এক কর্মকর্তা জানান, বিমানবন্দর থেকে টিকাগুলো গাজীপুরে নিয়ে বেক্সিমকোর সংরক্ষণাগারে রাখা হবে। সেখানে পরীক্ষা শেষে ঔষধ প্রশাসন টিকা প্রয়োগের অনুমতি দিলে সরকারের বিভিন্ন ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দ্বিতীয় চালানের এক সপ্তাহের মধ্যে কোভেক্স থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ১০ থেকে ২০ লাখ টিকা আসবে।