একুশ সংখ্যার কবিতা
ফেব্রুয়ারি এলে
রোকসানা ইয়াছমীন
ফেব্রুয়ারি এলে যেনো
বাংলার দুঃখ সাজে,
প্রভাত ফেরীর বোনের কন্ঠে
করুণ গীতি বাজে।
নানান রঙের ফুল মেলাতে
ফাগুন ফিরে আসে,
বাংলা মা তার পুত্র হারা
অশ্রু জলে ভাসে।
মায়ের ভাষার মান রাখিতে
জীবন দিলো যাঁরা,
প্রাণের অক্ষর বাংলাতেই
অমর হলো তাঁরা।
বিশ্ববাসী হলো অবাক
এমন ত্যাগ দেখে,
ভাষা দিবস গণ্য করে
বিশ্ব দিলো এঁকে।
সেই চেতনায় আজও মোরা
স্বদেশ বাংলা গড়ি,
শত্রু এলে অস্ত্র হতে
জীবন দিয়ে লড়ি।