স্টাফ রিপোর্টার, আজকের সময় : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন অনিক নামে এক যুবক শুক্রবার সকালে নিহত হয়েছেন। তার বাসা ঢাকার যাত্রাবাড়ীতে।
শুক্রবার ভোরে বাসা থেকে সে ও তার বন্ধুরা মিলে পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি ভ্রমণের উদ্দেশ্য বেরিয়েছেন স্ব-পরিবারে। সকাল সাড়ে ৯ টার দিকে ফেনীর লালপোল সিলোনিয়ায় পোঁছলে ঘাতক লরী অনিকের মোটরসাইকেল কে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
৭ বন্ধুকে নিয়ে ৬ টি বাইকে করে রাঙামাটি যাচ্ছিলেন তারা। তার পরিবারের অন্য সদস্যরা প্রাইভেটকারে ছিলেন।
নিহত অনিকের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *