কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা তার ভেরিফায়েড ফেসবুক এ্যাকাউন্টে নিজের স্কুটি চালানোর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “জীবনে প্রথম ‘স্কুটি’ চালানোর অভিজ্ঞতা ..Don’t judge me plz
Btw এই ব্যাপারে আমার teacher এর অভাব নাই।”

লিজার প্রথমবার এই স্কুটি চালানোতে কমেন্টে অভিন্দন জানিয়েছেন অনেকেই তাকে। এতে ‘ফয়সাল আহমেদ’ নামে একজন কমেন্ট করেছেন- “১ম বার হিসেবে কিন্তু খারাপ না পার্ফমেন্স।” ‘মীর নাসরিন’ নামে একজন লিখেছে- “ভালো ছিলো ব্যাপারটা।”

সানিয়া সুলতানা লিজা ২০০৮ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের স্রোতা-ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *