বুধবার ‘হোপ’ মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। মঙ্গলে সফল অভিযান পরিচালনার দিক থেকে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে নাম লেখালো আরব আমিরাত। সিএনএন

এ নিয়ে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ‘মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠানোর মধ্য দিয়ে আমরা ইতিহাসের অংশ হলাম এবং এর মধ্য দিয়ে মহাকাশ অভিযানে অভিষেক হলো আরব আমিরাতের।

 

 

এছাড়াও, গত বছরের জুলাই মাসে আরও দুটি মহাকাশযান নাসার ‘প্রিসেভারেনাস রোভার’ এবং চীনের ‘তিয়ানওয়েন-১’ লঞ্চ করা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে অবতরণ করবে নাসার রোভার। এদিকে গত বুধবার মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেছে তিয়ানওয়েন-১।

 

 

তিনটি মহাকাশযানই একই সময়ে অভিযান শুরু করেছে। এদের সমন্বিত গবেষণায় লাল মাটির এই গ্রহ সম্পর্কে আরও নতুন কিছু তথ্য উঠে আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *