হেফাজত ইসলাম এর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, ঢাকা মহানগর শাখার সহ সভাপতি, লালবাগ পোস্তা জামিয়া কোরানীয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক। মাওলানা জসিম উদ্দিন (৫৫) দুর্বিত্তের ছুরিকাঘাতে আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৯,ফেবরুয়ারী) বিকালে ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি জরুরী বিভাগে চিকিৎসাধীন।
হেফাজত ইসলামের সদস্য সানাউল্লাহ বলেন, মাওলানা জসিম উদ্দিন ধানমন্ডির বাসার যাওয়ার জন্য, মাদ্রাসার সামনে থেকে রিকশা করে দেই। রিকশাটি কিছুদুর যেতেই দু-একজন যুবক ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
আহত মাওলানা জসিম উদ্দিন জানিয়েছেন, তিনি কাউকে চিনতে পারেননি,তাকে পেছন থেকে কোপানো হয়েছে।