সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন ট্রায়াল সিনেটে শুরু হয়েছে। প্রতিনিধি পরিষদে পাশ হওয়া অভিশংসন প্রস্তাবের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজাররা এখন ৬ জানুয়ারির ভিডিও ফুটেজ তুলে ধরছেন। বিবিসি, বিডিইয়র্ক
এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেটে ট্রাম্পের বিচার প্রক্রিয়া শুরু হল। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসনের মুখোমুখি হলেন।৬ জানুয়ারি নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশন শুরু হয়। অন্যদিকে নির্বাচনী ফল না মানার অজুহাতে সারা দেশ থেকে সমর্থকদের ওয়াশিংটনে জড়ো করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের বাইরে সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প পুনরায় নিজেকে বিজয়ী দাবি করেন। তিনি বলেন, অধিবেশন চলছে। ভাইস প্রেসিডেন্ট পেন্স কিছু একটা করবেন।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণ পরই তাঁর উগ্র সমর্থকরা ক্যাপিটল হিলে ঢুকে নজিরবিহীন তান্ডব চালায়। এ ঘটনায় একজন পুলিশ অফিসারসহ পাঁচজন মারা যায়। যুক্তরাষ্ট্রেসহ সারা বিশ্বে নিন্দার ঝড় উঠে। ব্যাপক সমালোচিত হন তৎকালীণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
অভ্যুথানে উস্কে দেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করে