মা হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। আজ রবিবার বিকাল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই লাস্যময়ী।

বাংলাদেশ প্রতিদিনেকে এ খবর নিশ্চিত করেছেন পিয়ার মা মাহবুবা চৌধুরী। তিনি বলেন, বর্তমানে মা ও ছেলে দু’জনই ভালো আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন।
এর আগে, ঢাকাই শোবিজ তারকাদের মধ্যে প্রথমবার বেবিবাম্প ফটোশুট করে সাড়া ফেলেন পিয়া। গর্ভাবস্থায়ও আলোচনায় ছিলেন তিনি।

গর্ভকালীন মায়ের যত্নের প্রচলিত ধারণা অনেকটাই ভেঙে দিয়েছেন পিয়া। স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে শোবিজে আবির্ভূত হন পিয়া। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে উপস্থাপনা, নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ সব অঙ্গনে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *