ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভয়ঙ্কর ওই বিপর্যয়ে ১৫০ জনের নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে জানিয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)।
চামোলিতে বিশাল ধসে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক। চামোলির রেইনি গ্রামের কাছে একটি সেতু তৈরির কাজ করছিলেন তারা। এই তুষারধসে কেউ ভেসে যান, কেউ চাপা পড়ে যান কাদামাটির নীচে, কেউবা আটকে পড়েন এক টানেলে। তাদেরই কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় আইটিবিপি। এখন পর্যন্ত ওই সুড়ঙ্গ থেকে ১২ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও প্লাবনের জেরে চামোলির রেনি গ্রামে ঋষিগঙ্গা প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। অলকানন্দায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এলাকা থেকে সরানো হয়েছে। এদিকে আসাম সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন। গোটা দেশ উত্তরাখণ্ডের পাশে রয়েছে বলে টুইট করেছেন মোদি।