স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি ব্যাংক ফেনী মূখ্য অঞ্চলের আয়োজনে দিনব্যাপী আনন্দ ভ্রমণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিকেবি ফেনী মূখ্য অঞ্চলের ডিজিএম (উপমহাব্যবস্থাপক) মোস্তাফিজুর রহমানের সার্বিক দিননির্দেশনায় কৃষি ব্যাংক পরিবারের প্রায় তিন শতাধিক সদস্য চট্টগ্রামের মীরসরাই আরশিনগর ফিউচার পার্কে মতবিনিময়, ফিলোসোফি, মার্বেল দৌড়, স্মৃতি যাচাই, ১০০ মিটার দৌড়, বাচ্চাদের বল খেলা, হাড়ি ভাঙা, র ্যাপল ড্র সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিত অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিকেবি ফেনী অঞ্চলের সাবেক সিআরএম আখতারুল আলম, আগ্রাবাদ শাখা সহকারি মহাব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, নোয়াখালী এম এ হাসেম কলেজের সহযোগী অধ্যাপক সাইদুল হক, ব্যবসায়ী মুশফিকুর রহমান পিপুল প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *