ফেনী প্রতিনিধি :
ডাক্তারের ভুল চিকিৎসায় চোখের আলো হারিয়েছে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রিক্সাচালক মোহাম্মদ আলী মিন্টু মিয়া। একসময় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও চোখ হারিয়ে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিবেশীরা সহযোগিতা করলে দু’মুঠো ভাত জুড়ে, অন্যথায় অভূক্ত থাকতে হয় পরিবারের সকল সদস্যদের। স্ত্রী নিলুফা ইয়াছমিন বাসা-বাড়ীতে কাজ করে মাঝেমধ্যে খাবার সংগ্রহ করেন, অসুস্থ থাকলে তাও জুটে না।
রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়নপুর গ্রামে নিজের পৈত্রিক ভিটায় ২ ডিসিম জায়গায় তিন ভাই বসবাস করেন। প্রথম অবস্থায় সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসলেও একসময় তা পুরিয়ে যায়। অন্ধত্ব ও কর্মহীন হয়ে দু’সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয় দিনাতিপাত করছেন।
গতকাল বিকেলে ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন ১ মাসের খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য সাংবাদিক এন এন জীবন, রাজাপুর স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মাঈন উদ্দিন, সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা, সদস্য এবিএম রিয়াজুল ইসলাম, এস এইচ সুজন প্রমুখ।
দেশে-প্রবাসে বিত্তবানদের সহযোগিতা পেলে আশার আলো ফিরে পাবে মিন্টু মিয়ার পরিবার। সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁই একটি ঘর চান হতদরিদ্র মিন্টু মিয়ার স্ত্রী। স্থায়ী আয়ের ব্যবস্থা হলে পরিবারটির হাহাকার কিছুটা হলেও কমবে।