আমার দেশের চাষা
রোকসানা ইয়াছমীন
মাঠের পানে কণ্ঠে গানে
চাষী ফসল বুনে,
মাটির গানে মনে প্রাণে
মধুর লাগে শুনে
মহৎ কাজে শরীক সাজে
চাষী বীরের বেশে,
জীবন লড়ে দেশকে গড়ে
কৃষি কাজে এসে।
রৌদ্র পুড়ে বৃষ্টি ঝড়ে
ফসল তোলে ঘরে।
ফসল করে গোলায় ভরে
রাখে বছর ধরে।
সেবক হয়ে দুঃখ সয়ে
অন্ন দাতা চাষা,
সবার মাঝে সাধক সেজে
পুরণ করে আশা।
আমার আশে চাষীর চাষে
বাংলা মিশে আছে
চাষীর দানে বাংলা গানে
জীবন খানি বাঁচে।