গাঁজার পাতা দিয়ে খাবার তৈরি শুরু হয়েছে থাইল্যান্ডে
থাইল্যান্ডের রেস্তোরাঁগুলোতে ‘গিগলিং ব্রেড’ বা ‘জয়ফুলি ডান্সিং সালাদ’ নামে অদ্ভুত খাবারগুলো আগে দেখা যেতো না। তবে শহরের একদল ভোজনরসিক মনে করেন, গাঁজা পাতা দিয়ে তৈরি এসব খাবার বিদেশী পর্যটকদের মন কাড়তে পারবে। গাঁজা সম্পর্কে সমাজের বদ্ধমূল নেতিবাচক ধারণা দূর করতে সহায়ক হবে। রয়টার্স ২০১৭ সালে প্রথম দক্ষিণপূর্ব এশিয়ার দেশ হিসেবেবিস্তারিত