এম শরীফ ভূঞা, ফেনী, আজকের সময় :
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ডাকবাংলা-আমির উদ্দিন মুন্সী বাজার সড়ক ও ভোর বাজার-সাহেবের হাট সড়কের সংযোগস্থলে ঝুুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত দূর্ঘটনায় আহত হচ্ছে পথচারীরা। রাতে চলাচলে রয়েছে মারাত্মক ঝুঁকি। বর্ষাকালে অনেকে এ পথ দিয়ে না চলাচল করে ৫ কিলোমিটার দূরবর্তী রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, এতে বাড়ছে জনভোগান্তি। ব্রীজের রেলিং সহ কিছু অংশ ইতিমধ্যে ভেঙে খালে পড়ে গেছে। তিন রাস্তার সংযোগস্থলে বিপদজনক টার্নিং থাকায় সবসময়ই আতঙ্ক নিয়ে পথচারী ও গাড়ী চলাচল করে। অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্ত ও ইউপি চেয়ারম্যানকে এলাকাবাসী লিখিতভাবে অবহিত করেছেন।
আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, এক বছর আগে ব্রীজটি টেন্ডার হয়েছে। বারবার অনুরোধ করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান শর্শদী মেটাল নানান অজুহাতে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক মোঃ সবুজ জানান, খালে বেশী পরিমাণ পানি থাকায় কাজ শুরু করা যাচ্ছেনা, আগামী মার্চ মাসের শেষ নাগাদ পানি কমে গেলো ব্রীজের নির্মাণ কাজ শুরু করা হবে।
সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, ব্রীজের সমস্যার কথা আমি জেনেছি। অতি দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্রুততম সময়ে একটি নিরাপদ সড়ক ও ব্রীজ পুনঃনির্মাণের জোর দাবি জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *