রাজধানীর মোহাম্মদপুরে আবারও ধর্ষণের পর বেসরকারী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা করেছেন তার বাবা। রোববার সন্ধ্যায় মোহাম্মদপুর থানায় মামলাটি করেন তিনি। মদ্যপান করিয়ে তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তার দুই বন্ধুকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তার ২ বন্ধুও একই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তাফসির ও রায়হান।

থানার ওসি আব্দুল লতিফ বলেন, গত ২৯ জানুয়ারি ভুক্তভোগী ও তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি রেস্তোরাঁয় গিয়ে মদ্যপান করেন। এরপর ভুক্তভোগী তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি বাসায় চলে যান। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করেন তার ছেলে বন্ধু। এতে ভুক্তভোগী তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তার বন্ধু এবং ওই বাসার মালিক একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ভুক্তভোগী তরুণীর মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ভুক্তভোগী তরুণীর বাবা খবর পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তিনি বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আমরা ভুক্তভোগীর ছেলে বন্ধুসহ দুজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে একই ধরনের একটি ঘটনায় মাস্টারমাইন্ড স্কুলের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়। জানা যায়, ওইদিন ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর বাসায় গিয়েছিলো। সেখানেই তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। ওই ঘটনায় কলাবাগান থানায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমুলক জবানবন্দিও দেন দিহান। বর্তমানে দিহান কারাগারে রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *